চট্টগ্রাম: ভোট ডাকাতির চার বছর পূর্ণ হওয়ার দিনকে স্মরণে রেখে নির্দলীয় সরকারের তদারকিতে নির্বাচন দেয়ার দাবিতে সমাবেশে ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। চট্টগ্রাম সিটির সিনেমা প্যালেস চত্বরে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক কমরেড আল কাদেরী জয়। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্ক্সবাদী) সদস্য আসমা আক্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) চট্টগ্রাম জেলার সদস্য আকরাম হোসেন ও সভা পরিচালনা করেন রায়হান উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার সীমাহীন কারচুপির মাধ্যমে আগের দিন রাতেই ভোট ডাকাতি করে অনৈতিকভাবে ক্ষমতার মসনদে আসীন হয়। জনগণের ম্যান্ডেটবিহীন এ সরকার এক দিকে জনগণের ভোটের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। অন্য দিকে, অন্যায় অপশাসনের মাধ্যমে জনগণের অধিকার-চাহিদাকে বুড়ো আঙুল দেখিয়ে জনগণকে করেছে সর্বশান্ত।’
বক্তারা আরো বলেন, ‘সাধারণ মানুষের আয় না বাড়লেও কখনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নামে, কখনো দূর্ভিক্ষের ভয় দেখিয়ে দাম বাড়িয়ে চলছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। মেগা প্রকল্প ও উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাটের মহোৎসব চালাচ্ছে সরকার। বিরোধী মত-চিন্তাকে দমন করার জন্য চালানো হচ্ছে রাষ্ট্রীয় দমন-পীড়ন। তাই, আজ বাংলাদেশকে রক্ষায় এ ফ্যাসিবাদী সরকারের উচ্ছেদ ও শোষণমূলক পুঁজিবাদী রাষ্ট্র ব্যাবস্থার পরিবর্তন করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোন পথ নাই।’
সমাবেশে বক্তারা নিরপেক্ষ-তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি ও জনগণকে এ দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।