চট্টগ্রাম: চট্টগ্রাম-দশ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাংসদ মহিউদ্দিন বাচ্চু আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।
চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানান, নির্বাচনের পূর্বে মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণ করায় মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এ অভিযোগে কমিশনের সিদ্ধান্তে নির্বাচনের নয় দিন পর ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে গেল ১৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম আদালত ৪-এ মামলা করেন। মামলায় আদালত পরে সমন জারি করেন। সমনটি ফেরত আসায় আদালত থেকে পরবর্তী ধাপ হিসাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মহিউদ্দিন বাচ্চু রোববার (১৮ ফেব্রুয়ারি) আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চতুর্থ আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।