মিরসরাই প্রতিনিধি, চট্টগ্রাম: নির্বাচনে অপকর্মের কথা স্বীকার করায় তথা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের দোহাই দিয়ে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বুধবার (১৫ মে) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেয়া হয়।
নোটিশে বলা হয়, ‘সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যামে প্রচারিত আপনার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষূণ্ন হয়েছে, যা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থী। শিষ্টাচার বহির্ভূতভাবে প্রদত্ত আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলাবিরোধী ও বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।’
নোটিতে আরো বলা হয়, ‘এ অবস্থায়, আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হবে না, তার ব্যাখ্যাসহ আপনার লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যলয়ে পাঠানোর জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।’
এর পূর্বে, গেল (২৯ এপ্রিল) বিকালে মিরসরাই উপজেলা পরিষদের নির্বাচনে শেখ মোহাম্মদ আতাউর রহমানের ঘোড়া মার্কার সমর্থনে উপজেলার বড়তাকিয়া ইভা কমিউনিটি সেন্টারের প্রাঙ্গণে কর্মী সমাবেশে একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেছেন, ‘গেল ৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলকে জেতানোর জন্য আমরা বহু অপকর্ম করেছি। আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে কোন অপকর্ম ছাড়া ভোট কেন্দ্র খোলা রাখব।’
তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় তোলপাড় শুরু হয়।
এ নিয়ে জানতে চাইলে একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ‘গেল উপজেলা পরিষদ নির্বাচনে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র থেকে ১৫ দিনের মধ্যে আমাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিতে বলেছেন। আমি খুব শিগগিরই কেন্দ্রের কারণ দর্শানোর নোটিশের উত্তর দেব।’