শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যপদ হারালেন সান্তোস

শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

প্রিন্ট করুন
কংগ্রেস থেকে বেরুচ্ছেন জর্জ সান্তোস

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কের রিপাবলিকান আইনপ্রণেতা জর্জ সান্তোসকে বহিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্যরা। নৈতিকতাবিরোধী কাজের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটে সদস্যপদ হারান তিনি।

সান্তোসকে কংগ্রেস থেকে বহিষ্কারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৩১১ জন সদস্য ও প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ১১৪ জন। বহিষ্কার করতে প্রয়োজন ছিল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা।

তার সহকর্মী আইনপ্রণেতারা তাকে ফৌজদারি দুর্নীতির অভিযোগে ও প্রচারণার অর্থ অন্য খাতে খরচের অভিযোগে বহিষ্কারের পক্ষে ভোট দেন। এরপরই শুক্রবার (১ ডিসেম্বর) তার সংক্ষিপ্ত কর্মজীবন শেষ হয়ে যায়। সান্তোস (৩৫) যুক্তরাষ্ট্রের কংগ্রেস হাউস থেকে বহিষ্কৃত হওয়া ষষ্ঠ সদস্য। এর আগেও সান্তোসকে কংগ্রেস থেকে বহিষ্কারের প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছিল। তবে, সেই বার ডেমোক্রেট নেতারা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ায় রক্ষা পেয়েছিলেন তিনি।

সান্তোস কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘আপনি কী জানেন? যেহেতু বেসরকারিভাবে এরমধ্যেই আমি আর কংগ্রেসের সদস্য নই, আমাকে আপনাদের একটি প্রশ্নেরও উত্তর দিতে হবে না। এই জায়গা নরক।’

এরপর একজন কর্মীকে সান্তোসের সাবেক অফিসের তালা পরিবর্তন করতে দেখা যায় ও তার নাম সম্বলিত দরজার চিহ্নটি সরিয়ে নেয়া হয়।

সান্তোস ২০২২ সালের নভেম্বরের নির্বাচনের পর থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন। গেল মে মাসে প্রতারণা, সরকারি তহবিল তছরুপ, মুদ্রা পাচার ও কংগ্রেসে মিথ্যা বক্তব্য দেয়াসহ ১৩টি অভিযোগে সান্তোসকে অভিযুক্ত করেন আদালত। তবে, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সান্তোস প্রায় ১১ মাস স্থায়ী ছিলেন এই পদে; যা নির্ধারিত দুই বছরের মেয়াদের প্রায় অর্ধেক। তার বহিষ্কারের ব্যাপারে কংগ্রেসে কয়েক মাস ধরেই বিতর্ক ও বিশৃঙ্খলা চলছিল। আসনটির জন্য বিশেষ নির্বাচন আহ্বান করার এখন দশ দিন সময় আছে। সেই ঘোষণার ৭০ থেকে ৮০ দিনের মধ্যে নতুন প্রার্থী নির্বাচন করতে হবে।

সম্প্রতি প্রতিনিধি পরিষদের নৈতিকতাবিষয়ক কমিটির প্রতিবেদনে উঠে আসে, সান্তোস নির্বাচনী প্রচারের জন্য সংগৃহীত তহবিলের অর্থ নিজের জন্য ব্যবহার করেছিলেন। সান্তোস কীভাবে ভ্রমণ, সৌন্দর্য বৃদ্ধির চিকিৎসা ও বিলাসী পণ্য কেনায় এসব অর্থ ব্যয় করেছিলেন, সেগুলো বিস্তারিত উঠে আসে সেই প্রতিবেদনে।