ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলার একটি ভিডিও প্রকাশ করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) ভিডিওটি প্রকাশ করা হয়। খবর আল-জাজিরার।
গত বছরের ২৮ অক্টোবর ৪২ বছর বয়সী হামলাকারী ডেভিড ডিপেইপ ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কোতে ন্যান্সি পেলোসির বাসার জানালা ভেঙে প্রবেশ করেন। তার হামলার মূল লক্ষ্য ছিল ডেমোক্র্যাট নেতা ও তৎকালীন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি।
ভিডিওটিতে দেখা যায়, ন্যান্সি পেলোসির ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কোর বাসায় দরজা ভেঙে প্রবেশ করেন হামলাকারী ডেভিড। হাতুড়ি দিয়ে পিটিয়ে পলকে মারাত্মক জখম করে ওই হামলাকারী। পরে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় ওই হামলাকারীকে। এ ছাড়াও, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পলকে।
পুলিশ জানায়, ন্যান্সির ওপর হামলা চালাতেই বাড়িতে প্রবেশ করেছিলেন ডেভিড। তবে সে না থাকায় পল পেলোসিকে বেধে রেখে ন্যান্সি না আসা পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন। এ সময় পল জরুরি নম্বরে কল দেয়ায় প্রাণে বেঁচে যান তিনি। স্বামীর ওপর হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ছিলেন বলে জানা গেছে।
ন্যান্সির ৮২ বছর বয়সী স্বামী পল একজন সফল ব্যবসায়ী। রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছে তার। এ বয়সেও নিজের ব্যবসায় নিজেই দেখাশুনা করেন।