রবিবার, ১০ নভেম্বর ২০২৪

শিরোনাম

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চায় ইরান

বুধবার, আগস্ট ২৮, ২০২৪

প্রিন্ট করুন
আয়াতুল্লাহ আলী খামেনি

তেহরান, ইরান: দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনার দ্বার উন্মুক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি, দেশের সরকারকে তিনি বলেছেন, ‘এ ব্যাপারে ‘শত্রুদের’ সাথে (আলোচনায়) জড়িত হওয়ার ক্ষেত্রে কোন বাধা নেই।’

মঙ্গলবার (২৭ আগস্ট) এ ব্যাপারে নির্দেশনা দেয়ার সময় সংস্কারবাদী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘তবে যুক্তরাষ্ট্রকে কোনভাবেই বিশ্বাস করা যায় না। তাই, আলোচনার সময় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

তার এ মন্তব্য ২০১৫ সালে পৃথিবীর পরমাণু শক্তিধর দেশগুলোর সাথে ইরানের পরমাণু চুক্তির সময়ের মতই আবির্ভূত হয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে সেসময় ইরানের পরমাণু কর্মসূচি ব্যাপকভাবে সংকুচিত হয়ে যায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে খামেনি বলেন, ‘শত্রুর কাছ থেকে বেশি আশা করার প্রয়োজন নেই। আমাদের পরিকল্পনার জন্য শত্রুর অনুমোদনের জন্য অপেক্ষা করা উচিত হবে না। তবে, কিছু কিছু ক্ষেত্রে এ শত্রুকে জড়াতেও কোন বাধা নেই।’

ইরানের পরমাণু কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার পর থেকে মাঝে মাধেই নিজেদের পরমাণু কর্মূসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করার প্রস্তাব দিয়ে আসছেন খামেনি।