রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পাঁচ দিন পর সীমিত পরিসরে খুলেছে অফিস-ব্যাংক; ঢাকায় যানজট

বুধবার, জুলাই ২৪, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: পাঁচ দিন পর সীমিত পরিসরে খুলেছে ব্যাংকসহ সরকারি-বেসরকারি অফিসগুলো। সকাল ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চার ঘণ্টা চলবে অফিস কার্যক্রম।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ব্যাপক সহিংসতা ঠেকাতে শুক্রবার (১৯ জুলাই) কারফিউ ও দেশব্যাপী তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে আরো এক দিন বাড়ে সাধারণ ছুটি।

বুধবার (২৪ জুলাই) সকালে ঢাকার সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখা গেলেও বিপুল পরিমাণে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

অফিস কার্যক্রম চালু হওয়ায় ও দোকানপাট খুলে দেয়ায় মানুষের চলাচল বেড়েছে। ঢাকা ফিরেছে স্বাভাবিক রূপে।

পাঁচ দিন বন্ধ থাকায় ব্যাপক ব্যবসায়িক লোকসানের পর দেশের পোশাক কারখানাগুলো ফের উৎপাদনে ফিরেছে।

এছাড়াও, স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে বুধবার (২৪ জুলাই) সকাল দশটা থেকে সাত ঘণ্টার জন্য কারফিউ শিথিল করেছে সরকার।

এর পূর্বে মঙ্গলবার (২৩ জুলাই) সরকার ঘোষণা করে, বুধবার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অফিস খোলা থাকবে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে খুলে দেয়া হয়।

সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, গণমাধ্যম, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ অফিসগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করার কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ইন্টারনেট সংযোগ ফিরে আসায় গেল বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে যাদের জীবনযাত্রা ও ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা স্বস্তির নিশ্বাস ফেলছেন।

তবে, এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেন না বলে জানিয়েছেন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা।