সোমবার, ২০ মে ২০২৪

শিরোনাম

পেকুয়ায় পরিচ্ছন্নতা কর্মী কতৃক প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা

বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩

প্রিন্ট করুন

হুমায়ুন কবির, পেকুয়া, কক্সবাজার: কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী স্কুল পেকুয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনকে ধারালো দা-বটি নিয়ে হত্যার চেষ্টার করেছেন স্কুলের পরিচ্ছন্নতা কর্মী হারুনর রশীদ (নাসির উদ্দিন)। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে পেকুয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাসির উদ্দিন প্রধান শিক্ষক রুমে ঢুকে দরজা বন্ধ করেন। এরপর প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালাগালি করে। ধারালো বটি হত্যা করতে চাইলে জহির উদ্দিন হাত ধরে পেলেন, এক পর্যায়ে ধারালো বটি কেড়ে নিয়ে জানালা দিয়ে পেলে দেন ও ধাক্কা দিয়ে রুম থেকে বাহিরে চলে আসেন।

জহির উদ্দিন বলেন, ‘কিছু দিন আগে স্কুলের পরিচ্ছন্নতা কর্মী হারুনর রশীদ আমার টেবিল থেকে টাকা চুরি করেন। চুরির ঘটনা প্রমাণিত হওয়ায় কিছু দিন সে কারাগারে ছিল, এরপর আর করবে না বলে জানান। আজ দুপুরে হঠাৎ আমার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর আমাকে হত্যার জন্য ধারালো দা-বটি বাহির করে। আমার মাথায় বটি দিয়ে কুপ দিতে চাইলে আমি হাত ধরি। এক পর্যায়ে আমি ধারালো বটি তার থেকে নিয়ে জানালা দিয়ে বাহিরে পেলে দিই। আমি দরজা খুলে কোনমতে প্রাণে বেঁচে বাহির হই। আমি পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে, সিসিটিভির ফুটেজ দেখে আসামি হারুনর রশীদকে গ্রেফতার করা হয়েছে।’