শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের খতমে কুরআন ও মাহফিল অনুষ্ঠিত

শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

প্রিন্ট করুন

কক্সবাজার: কক্সবাজার জেলার প্রবাসীদের সংগঠন পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে পেকুয়া চৌমুহনী ক্রেমলিন চৌধুরী প্লাজায় সংগঠনের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে ও পেকুয়া প্রতিনিধি আমজাদের সঞ্চালনায় পেকুয়া উপজেলার মৃত প্রবাসীদের মাগফিরাত কামনা ও বর্তমানে প্রবাসে অবস্থানরত সকলের জন্য সাফল্য কামনা করে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুল হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘আপনারা যে মানবিক কাজগুলো করেছেন, তার জন্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অনেক ধন্যবাদ। আপনাদের মানবিক কাজে আমিও অংশ নিতে চাই। পেকুয়ায় বহু হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী আছে। তাদের শিক্ষা সহায়তা দেয়া, শিক্ষাবৃত্তি চালু করা ও আসহায় দরিদ্র রোগীদের সহয়তা দেয়া হবে।’

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম বদিউল আলম জিহাদি বলেন, ‘পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ মানবিক কাজ করেছে। আর যে মানবিক পরিকল্পনা নিয়েছে, তার সফলতা কামনা করি। প্রবাসী ভাইয়রা নিঃস্বার্থভাবে যে মানবিক কাজগুলো করছে, তা আপনাদের নাজাতের উছিলায় হবে।’

মোহাম্মদ শাহ আলম বলেন, ‘পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ শুরু থেকে পেকুয়া উপজেলার সাত ইউনিয়নের ৬৩ ওয়ার্ডের অসহায় মানুষকে সহায়তা করে এসেছি। এখন আমরা সাত ইউনিয়নে ১৪জন প্রতিনিধি নিয়োগ দিয়েছি। কারণ, প্রবাসীদের কষ্টের টাকা যেন সঠিক অসহায় দারিদ্র পরিবারে যায়। আর আমাদের সংগঠন ও ব্যাক্তিগতভাবে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার খরচ বহন করব। আপনারা আমাদের সঠিক তথ্য দিবেন।’

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বেলাল উদ্দিন, হাসান মাহমুদ, আমান উল্লাহ, নুরুল আলম।