বুধবার, ২১ মে ২০২৫

শিরোনাম

পেনসিলভেনিয়ায় বাংলাদেশিকে গুলি করে মারল দুর্বৃত্তরা

সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

প্রিন্ট করুন

পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ মাহবুবুর রহমান (৬৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যেল আপারডাবী টাওনশীপের ৬৯তম স্টীট্রের মসজিদ আল মদিনার পার্কিং লটে গাড়ি পার্কিং করার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। কর্মস্থলে কাজ শেষে ফেরার পথে নিহত হলেন তিনি।

মাহবুবুর রহমানের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। তিনি বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার একজন সদস্য ও সাবেক সাবেক নির্বাচন কমিশনার এবং মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকার ইস্ট জোনের সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় তিনি ছিলেন একজন কারেকশন অফিসার।

ঘটনার বিবরণে পুলিশ জানায়, রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাতটা ৪৩ মিনিটে এশার নামাজ পড়ার জন্য মাহবুবুর রহমান মদীনা মসজিদ পার্কে গাড়ী পার্ক করেন। এ সময় একজন কৃষ্ণাঙ্গ কারজ্যাকিংয়ের চেষ্টায় তাকে চাবি দিতে বলে। মাহবুবুর চাবি দিতে দেরি করায় সাথে সাথে চারটি গুলি করে ওই কৃষ্ণাঙ্গ। ঘটনাস্থলেই তিনি মারা যান। গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই কৃষ্ণাঙ্গ।

মসজিদের মুসল্লী মিজানুর রহমান জানান, মসজিদে ইশার নামাজের আকামা শুরু হচ্ছিল। আমি মসজিদের নিচে ছিলাম। তাড়াতাড়ি মসজিদের ওপরে যাচ্ছিলাম। এমন সময় চারটি গুলির আওয়াজ শুনতে পাই। আমি মনে করেছিলাম, দূরে কোথাও ফটকাবাজির শব্দ। নামাজ শেষে দেখা যায়, পুলিশ পুরো জায়গা ঘিরে রেখেছে।

পুলিশ গাড়িটি উদ্ধার করেছে।

নিহতের বড ছেলে আতিক রহমান কান্না জড়িত কণ্ঠে জানান, গতকাল বাবাকে একটু দেখেছিলাম, উনিতো খুব ভোরে চলে যায়! আজ তো উইকেন্ড, আসলে দেখা হত! দেখা কি আর হবে?’