পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেটের ডেলওয়ার কাউন্টি বিএনপির উদ্যোগে আপারডারবীতে ২২ ডিসেম্বর) বিজয় দিবসের পালন করা হয়েছে।
ডেলওয়ার কাউন্টি বিএনপির সভাপতি হাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুন্নবী রুকুর পরিচালনায় অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির উপদেষ্টা মোশারফ মোল্লা এবং দোয়া পরিচালনা করেন মন্টগোমারী কাউন্টির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
প্রধান বক্তা ছিলেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদ।
বিশেষ অতিথি ছিলেন নিউ জার্সি সাউথ বিএনপির সভাপতি মোহাম্মদ সাইয়েদ কাউসার শাহীন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল, ভার্জিনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল, পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন নাহিদ নিয়াজ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খাঁন প্রতিক।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন ভুট্টো ও স্বাগত বক্তব্য দেন যুগ্ন-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আনোয়ার হোসেন খোকন নতুন প্রজন্মকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঠিক ইতিহাস জানানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
শাহ ফরিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে একসাথে একযোগে কাজ করা আহ্বান জানান এবং ডেলওয়ার কাউন্টি নতুন নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।