লিমা, পেরু: পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর বেসরকারি বাড়িতে পুলিশ বুধবার (১০ আগস্ট) অভিযান চালিয়েছে। দুর্নীতির দায়ে অভিযুক্ত তার শালীর সন্ধানে সেখানে এ অভিযান চালানো হয়। এ দিকে, তার আইনজীবী জানান, পরে তিনি নিজেই কর্তৃপক্ষের কাছে হাজির হন। খবর এএফপির।
পেদ্রো কাস্তিলো নিজেই ঘুষসহ পাঁচটি অপরাধমূলক মামলার তদন্তের মুখে রয়েছেন ও তিনি গত বছরের জুলাইয়ে দেশের দায়িত্ব গ্রহণের পর থেকে দুই বার অভিশংসন প্রচেষ্টার হাত থেকে রেহাই পেয়েছেন।
বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পরিবেশিত ভিডিও ফুটেজে বুধবার (১০ আগস্ট) দেশটির প্রত্যন্ত কাজামারকা অঞ্চলে অবস্থিত কাস্তিলোর বাড়িতে পুলিশ প্রবেশ করতে দেখা যায়।
কাস্তিলোর শালী ইয়েনিফার পরাদেসকে গ্রেফতারের ওয়ারেন্ট কার্যকর করতে রাজধানী লিমায় প্রেসিডেন্টের বাসভবনে মঙ্গলবার (৯ আগস্ট) নজিরবিহীন অভিযান চালানোর কয়েক ঘণ্টা পর সেখানে এ অভিযান চালানো হয়।
এজেন্টরা কাস্তিলোর বাড়ি থেকে খালি হাতে বেরিয়ে আসেন। তবে পরে পরাদেসের আইনজীবী জোসে দিওনিসিও বেতার কেন্দ্র আরপিপি’কে বলেন, তার মক্কেল নিজেই আকস্মিকভাবে প্রসিকিউটরের দপ্তরে হাজির হওয়ায় তদন্ত কর্মকর্তারা তাকে নিয়ে যান।
এ দিকে, বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্টের বাসভবনে মঙ্গলবারের (৯ আগস্ট) অভিযান ছিল পরাদেসকে গ্রেফতারে আদালতের জারিকৃত ওয়ারেন্ট কার্যকর করা।’