মস্কো, রাশিয়া: ইউক্রেন ও ইসরাইলকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের কঠোর সমালোচনা করেছে রাশিয়া। বলেছে, ‘ইউক্রেন ও ইসরাইলে কোন আদর্শের যুদ্ধ করছে না যুক্তরাষ্ট্র; প্রক্সি যুদ্ধের মাধ্যমে মুনাফা লুটছে।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের শুরু থেকেই কোটি কোটি ডলার সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরপর চলতি মাসে ইসরাইল ও ফিলিস্তিন সংঘাত শুরু হয়েছে। ইউক্রেনের পাশাপাশি ইসরাইলকেও সামরিক ও আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। এর জন্য ১৪ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ বিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তোলার পরিকল্পনা করছেন জো বাইডেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা দেয়ার বিষয়টিকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, ‘আমাদের দুই বন্ধু দেশকে এই সহায়তা আমাদের জন্য একটি ‘স্মার্ট বিনিয়োগ’; যা বহুগুণে ফেরত আসবে।’
বিলটি দ্রুত পাস করার জন্য আইনপ্রণেতাদের সমর্থন চেয়েছেন তিনি।
বাইডেনের এই বক্তব্যের কঠোর উত্তর দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। শুক্রবার (২০ অক্টোবর) মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্টে তিনি বলেন, ‘বিনিয়োগ-সংক্রান্ত বাইডেনের মন্তব্য প্রমাণ করে, যুক্তরাষ্ট্র আদর্শিক কারণে যুদ্ধ যায় না। তারা প্রক্সি ওয়ার তথা ছায়াযুদ্ধ থেকে মুনাফা লোটে।’
তিনি আরো বলেন, ‘বাইডেনের মন্তব্যে নৈতিক মানদণ্ডের প্রতি যুক্তরাষ্ট্রের প্রশাসনের বিশ্বাসঘাতকতাই প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যুদ্ধের কথা বলে। কিন্তু, এখন বোঝা যাচ্ছে, এর পেছনে রয়েছে শুধুই হিসাব। যুক্তরাষ্ট্র মূল্যবোধের কথা বলে সব সময় বিশ্বকে বোকা বানিয়েছে। অথচ তারা কখনো এই মূল্যবোধ ধারণ করেনি।’