রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

প্রতিবেশীর গাছ পড়ে ঘর ভাঙ্গল দিন মজুরের

বুধবার, অক্টোবর ২৬, ২০২২

প্রিন্ট করুন

লক্ষ্মীপুর: ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লক্ষ্মীপুর সদরের মহাদেবপুর গ্রামের দিনমজুর রাসেলের বসত ঘরের উপর একই বাড়ীর হনুফা বেগমের শীলকরই গাছ উগড়ে পড়ে। এতে রাসেলের পুরো চৌচালা টিনের ঘর দুমড়েমুচড়ে যায়। এ সময় ওই ঘরে রাসেলের স্ত্রী ও দুই শিশু সন্তান ঘুমিয়েছিলেন। হঠাৎ ঝড়ের প্রবল বেগে করই গাছটি তাদের ঘরের উপর ভেঙে পড়লে তারা ভয়ে কান্নাকাটি ও চিৎকার চেচামেচি করতে থাকেন।

প্রতিবেশীরা বিদ্যুৎহীন অন্ধকার ঝড়ের রাতে মুক্তা আক্তার ও তার দুই শিশু সন্তানকে উদ্ধার করেন।

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, ঝড়ের অনেক আগেই গাছের মালিক হনুফা বেগম ও তার ছেলেদের গাছ কেটে ও ডালপালা ছাঁটাই করে নেয়ার জন্য বার বার অনুরোধ জানানোর পরও হনুফা বেগমরা পাত্তা দেন নি।

এ বিষয়ে হনুফা বেগমের ছেলে মাসুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

ইউনিয়ন পরিষদ সদস্য ফিরোজ আলম মিলন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।