শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

শিরোনাম

প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালিতে ছাত্রদলের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

বুধবার, জানুয়ারী ১, ২০২৫

প্রিন্ট করুন

বরিশাল: বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বুধবার (১ জানুয়ারি) সকালে নগরীর সদর রোডে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, সিনিয়র-জুনিয়র ও র‍্যালিতে সামনে থাকাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীদের মধ্যে তর্কাতর্কি; যা এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ দিকে, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল পৃথক সমাবেশ ও র‌্যালি করে। এতে অংশ নেন ছাত্রদল, যুবদলসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা।

এ সময় তারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।