নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ধর্মীয় সম্প্রীতির প্রত্যাশায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। শনিবার (৫ অক্টোবর) বিকালে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে দুই দিনের এ উৎসব শুরুর দিন ঢল নামে প্রবাসী বাংলাদেশিদের। গোটা এলাকা নেচে উঠে ঢাকের শব্দ আর ধূপধুনোর গন্ধে।
নিউইয়র্ক অঞ্চলে লক্ষাধিক হিন্দুর বসতি থাকলেও এ প্রথম টাইমস স্কয়ারে দুর্গাপূজা উদযাপনের কর্মসূচি নেয় ‘বেঙ্গলি ক্লাব ইউএসএ’ ও ‘হিন্দু কমিউনিটি অব নিউ ইয়র্ক’। প্রতিমা স্থাপনের পরই কৌতূহলী মার্কিনীরা সেখানে ভিড় জমাতে থাকেন। নানা ধর্ম আর জাতিগোষ্ঠীর পর্যটকরা দুর্গাদেবীর প্রতিমা দেখতে আসেন।
শনিবার (৫ অক্টোবর) সকালে পূজা-অর্চনা শুরু হয়। কীর্তন আর অঞ্জলির মধ্যে প্রসাদ বিতরণ করা হয় আয়োজকদের উদ্যোগে। বিকালে নৃত্যগীতে অংশ নেন শিল্পীরা। এ পর্বের সমন্বয় করেন আল্পনা গুহ।
শুভ রায় ও সোনিয়ার উপস্থাপনায় শিল্পী কৃষ্ণাতিথি ভক্তিমূলক গান শোনান। এ সময় মাটি ব্যান্ড অংশ নেয় লিড গিটারিস্ট পার্থ গুপ্তের নেতৃত্বে। ছিল কবিতা আবৃত্তির।
উৎসব শুরুর এ কার্যক্রমে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠকদের অন্যতম দিনেশ মজুমদার, শিতাংশু গুহ, নবেন্দু দত্ত, দীপক দাস, তাপস সাহা, আর পি দত্ত স্বপন, রনজিৎ সরকার ও পল্লব সরকার।