শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ

শনিবার, আগস্ট ১০, ২০২৪

প্রিন্ট করুন
ওবায়দুল হাসান

ঢাকা: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসেছে।

এর পূর্বে, ওবায়দুল হাসান গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি পদত্যাগে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আজকেই তিনি পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করবেন।

আজ শনিবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার শিক্ষার্থী। এ সময় পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগানে উত্তাল হয় সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ। পাশাপাশি বিপুল সংখ্যক আইনজীবীও একই দাবিতে বিক্ষোভ করেছে।

এর পূর্বে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আলোচনার জন্য প্রধান বিচারপতির ডাকা আজকের ফুলকোর্ট সভাও স্থগিত করা হয়। আজ শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হতে যাওয়া সভাটি স্থগিত করা হয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।