আবদুল হান্নান চৌধুরী: আমার ক্ষুদ্র জ্ঞানে যা বলে, এ মুহুর্তে ফ্যাসিবাদীরা চায় এ সরকারকে অকার্যকর করে এ দেশে একটি মার্শাল ল চালু করতে। সে জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন রুপে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। সে জন্য নির্বাচন পর্যন্ত সবাইকে ভিন্ন কোন ফাঁদে পা না দিয়ে খুব সতর্কতার সাথে এগুতে হবে।
একটি কথা হল রাজনীতিবিদরাই দেশ চালাবে ও ঘুরে ফিরে সবাইকে রাজনীতির পথেই আসতে হবে। এখানে কোন দল ভাল কিংবা কোন দল খারাপ, সে আলোচনা মুখ্য নয়। কারণ, এ মুহুর্তে রাতারাতি কোন কিছু করে ফেলাও সম্ভব নয়। দীর্ঘ মেয়াদী একটি গণতান্ত্রিক পরিবেশ পেলে জনগণ দেশ পরিচালনার জন্য ভাল রাজনীতিবিদদের গ্রহণ করার সুযোগ পাবে।
এ মুহুর্তে আমি যা মনে করছি, জামায়াত ও বিএনপিসহ সমমনা দলগুলোর চিন্তার ঐক্য। সবার উচিত ঐক্যবদ্ধভাবে একটি নুন্যতম সংস্কার প্রস্তাবনা দিয়ে এ সরকারকে সহযোগিতার মাধ্যমে দ্রুত নির্বাচনের দিকে চলে যাওয়া। এতে যত দেরি হবে, ফ্যাসীবাদীরা পদে পদে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে; যা নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে।
একটি কথা মনে রাখতে হবে, যারা এখন দেশ পরিচালনার দায়ীত্ব নিয়েছে, তারা কেউ রাজনীতিবিদ নয়। তাই, তাদের সবদিক থেকে চাপ গ্রহণের ক্ষেত্রেও একটা সীমাবদ্ধতা আছে। এক দিকে ফ্যাসীবাদী গোষ্ঠীর বিভিন্নরুপে সংগঠিত হওয়ার প্রচেষ্টা, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা ফ্যাসীবাদের দোসরদের অপচেষ্টা, সরকারের বিভিন্ন সেক্টর পরিচালনা বিশেষ করে বাজার নিয়ন্ত্রণসহ অর্থনীতির চাকা সচল রাখা, বিভিন্ন বিষয়ে ছাত্রদের আন্দোলন- এসবকিছু মিলে তারা কতটুকু ধৈর্যের পরিচয় দিতে পারবে, সেটাই চিন্তার বিষয়। তাই, আমি মনে করি, সব দল মিলে একটি নুন্যতম সংস্কার প্রস্তাবনা তৈরি করে সরকারকে সহযোগিতার মাধ্যমে নির্বাচনের একটি নির্দিষ্ট লক্ষ্য ঘোষণা করে দ্রুত সামনের দিকে এগিয়ে যাওয়া।
লেখক: গবেষক