নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রশিক্ষণার্থীদের জন্য আইটি প্রতিষ্ঠান স্মার্ট টেক আইটি সলিউশনের তিনি দিনের বুট ক্যাম্প কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় লাইভ ও অনলাইনে প্রতিদিন প্রায় ১৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। সম্প্রতি যারা কোর্স সম্পন্ন করেছেন ও চাকরির জন্য মার্কেটে আছেন, তাদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। আর সম্প্রতি যারা চাকরি পেয়েছেন, তাদেরকে মেডেল দেয়া হয়। অনুষ্ঠানে টিবিএন২৪ ও টাইম টিভিকে বাংলাদেশী কমিউনিটি ডেভলপমেন্ট ও স্মার্ট টেককে সাপোর্ট করার জন্য সম্মাননা দেয়া হয়। টাইম টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের ও টিভিএন২৪ এর হেড অব মার্কেটিং রহমান এওয়ার্ড নেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ, আবু তাহের, আইবিটিভির হাসান, এটিএন বাংলার টিভি রিপোর্টার কানু দত্ত, এএফ মিজবাহ-উজ-জামান।
অনুষ্ঠানে শাহ শহীদুল হক বলেন, ‘স্মার্ট টেক বর্তমানে একটি অত্যন্ত পরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান। বিদেশের মাটিতে মানুষ গড়ার কারিগর, তারা শুধু বাঙালী কমিউনিটিকে উন্নত করছে না, সাথে সাথে বাংলাদেশকেও সমৃদ্ধ করছে।’
অন্য বক্তারা বলেন, ‘তিন দিনের এ কর্মশালা শিক্ষার্থীদের জব পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।’
শিক্ষার্থীরা এ বুট কর্মশালার প্রশংসা করে। এ কর্মশালা তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সফলতা বয়ে আনবে বলে আশা প্রকাশ করে তারা।
সারওয়ার আহমেদ বলেন, ‘নতুন বছর শুরুতে এ বুট ক্যাম্প ছিল আমাদের পক্ষে থেকে শিক্ষার্থীদের জন্য উপহার। তারা অত্যন্ত আত্মবিশ্বাসী এ জন্য যে, চাকরি পাওয়ার ক্ষেত্রে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত জরুরি।’
প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুস ছোবহান ও সাইদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।