ইসলামাবাদ, পাকিস্তান: পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে হাজার হাজার সমর্থক রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে সমাবেশ করেছে। দেড় শতাধিক মামলায় এক বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রধান প্রতিদ্বন্দ্বী ইমরান খান এসব মামলা সত্ত্বেও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। সমালোচক ও তার দলের লোকজন এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ বছরের অন্যতম বৃহৎ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও পুলিশের সাথে কিছু নেতা-কর্মীর সংঘর্ষ হয়।
ইমরান খানের মুখপাত্র জুলফি বুখারি বিবৃতিতে ‘শান্তিপূর্ণ’ সমাবেশে সমর্থকদের বিরুদ্ধে পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন।
এর পূর্বে, তার সমর্থকরা যাতে সমাবেশে যোগ দিতে না পারে, সেজন্য কর্তৃপক্ষ শিপিং কনটেইনার লাগিয়ে প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের শীর্ষ নির্বাচিত কর্মকর্তা আলী আমিন সমাবেশে বলেন, ‘আল্লাহর ইচ্ছায়, আমরা শিগগিরই ইমরান খানের মুক্তি নিশ্চিত করব।’
তিনি তার নেতার মুক্তির জন্য সরকারকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন।
২০২৩ সালে দুর্নীতি মামলায় সাজা পেয়ে গ্রেফতার হওয়ার পর থেকে জেলে আছেন ইমরান খান।