মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

প্রাক্তন সাংসদ মইন উদ্দীন বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আবু সুফিয়ানের নিন্দা

বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের প্রাক্তন সাংসদ মরহুম মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রাক্তন আহবায়ক ও চট্টগ্রাম-৮ নির্বাচনী আসনে ধানের শীষের পক্ষে প্রতিদ্বন্দ্বিতাকারী আবু সুফিয়ান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি বলেন, ‘মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমি এ ঘৃণ্য ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। আমি ও আমার দল বিএনপি এ ধরনের নিন্দনীয় ও গর্হিত কর্মকান্ড কোনভাবেই সমর্থন করি না। বিএনপি প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতিতে নয়, শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম ছিল মানুষের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রেখে একটি বৈষম্যহীন, মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তোলা।’

আবু সুফিয়ান আরোও বলেন, ‘গেল ৫ আগস্ট এর পর থেকে একটি গোষ্ঠি দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিকান্ড ও লুটপাটসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়ে বিএনপি ও বিএনপির নেতা-কর্মীদের উপর দায় চাপানোর অপচেষ্টায় লিপ্ত। তারা পরিকল্পিতভাবে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা জনগণের পাশে আছি। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলনও অব্যাহত থাকবে। হিংসা ও বিদ্বেষের বিষবাষ্প না ছড়িয়ে আমরা সকলকে নিয়ে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’