শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শিরোনাম

ফিলাডেলফিয়া বইমেলা ২০২৫: প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত

সোমবার, এপ্রিল ১৪, ২০২৫

প্রিন্ট করুন

ফিলাডেলফিয়া: ‘আলোকিত জাতি ও সুন্দর পৃথিবী গড়তে বই পড়ার বিকল্প নেই’ – এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হল ফিলাডেলফিয়া বইমেলা ২০২৫’-এর প্রথম পরামর্শ সভা। শনিবার (১২ এপ্রিল) নর্থইস্ট ফিলাডেলফিয়ার উন্দাল রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় বইমেলার সময়সীমা, প্রাসঙ্গিকতা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফ বলেন, ‘নিউইয়র্ক বইমেলা আগামী মাসেই অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে ফিলাডেলফিয়াতেও একটি বইমেলা আয়োজন সময়ের দাবিতে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্বল্প সময়ের নোটিশে এই সভার আয়োজন সত্ত্বেও অংশগ্রহণ ও সাড়া দেখে বোঝা যায়, বইমেলা আয়োজনের সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক।’

সভাটি পরিচালনা করেন কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব কামরুল হাসান। তিনি বলেন, ‘বইমেলা শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে বইয়ের সঙ্গে যুক্ত করার একটি মহৎ সামাজিক উদ্যোগ।’

কামরুল হাসান ফিলাডেলফিয়াবাসীর দীর্ঘ দিনের সুপ্ত আকাঙ্ক্ষাকে সামনে এনে কবি আহমেদ সায়েম ও আবৃত্তিকার আব্দুল হাফিজ চৌধুরী এবং জহুরা খাতুন কলিকে ধন্যবাদ জানান এবং তাঁদের সকলের কাছে পরিচয় করিয়ে দেন।

সভায় বৃহত্তর ফিলাডেলফিয়ার ১২টি সংগঠনের প্রতিনিধি সরাসরি এবং ৬টি সংগঠনের প্রতিনিধি ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সর্বমোট ২৭টি সংগঠন বইমেলা আয়োজনের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেয়।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ সরাসরি ও ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করে বইমেলা আয়োজনের প্রতি উৎসাহ ও সহমর্মিতা প্রকাশ করেন।

ভার্চুয়ালি দুই বিশিষ্ট সমাজসেবক এবং চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদ ও ইবরুল চৌধুরী বইমেলার পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

ফিলাডেলফিয়া বইমেলা ২০২৫ আয়োজনে বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকেও সমর্থন জানানো হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো টিবিএন, টাইম টিভি, প্রথম আলো উত্তর আমেরিকা, মাসিক বাংলা নিউজ, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভানিয়া।

আলোচনার বিভিন্ন পর্যায়ে নর্থইস্ট ফিলাডেলফিয়ায় প্রথম বারের মতো বইমেলা আয়োজনের প্রসঙ্গটি গুরুত্ব সহকারে উঠে আসে।

সমর্থনকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে- বিএডিবি; বিটিএসপি; বিসিপি; বেসাপ; বিএসপি; কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পিএ; বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন; হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি; বাংলাদেশি কমিউনিটি ফোরাম অব পিএ; বৃহত্তর কুমিল্লা সোসাইটি; ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব বাংলাদেশি কমিউনিটি; লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটি; গোলাপগঞ্জ সোসাইটি; বৃহত্তর রংপুর সোসাইটি; বৃহত্তর দিনাজপুর সোসাইটি; সপ্তক সংগীত নিকেতন; সিলেট সদর অ্যাসোসিয়েশন; নরসিংদী সোসাইটি; কুষ্টিয়া সোসাইটি; চট্টগ্রাম অ্যাসোসিয়েশন; নর্থইস্ট বিডি ক্লাব; নিবাস; নেক্সটজেন বাংলাদেশি কমিউনিটি অব পেনসিলভানিয়া; নর্থপেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি; বাংলাদেশি কমিউনিটি অব পেনসিলভানিয়া ল্যান্সডেল ও নিউ ইর্য়কের মুক্তধারা ফাউন্ডেশন।

সভার সর্বসম্মত সিদ্ধান্ত:

আগামী মে মাসের শেষ সপ্তাহে ফিলাডেলফিয়ায় বইমেলা অনুষ্ঠিত হবে। সফল আয়োজন নিশ্চিত করতে দ্রুত একটি জুম সভার মাধ্যমে কমিটি গঠন ও ভেন্যু নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।