মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

ফিলিস্তিনের সমর্থনে লন্ডনে লাখো মানুষের বিশাল বিক্ষোভ সমাবেশ

রবিবার, অক্টোবর ২২, ২০২৩

প্রিন্ট করুন

লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য: ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বিশাল বিক্ষোভ সমাবেশে হয়েছে। তিন লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে এতে।

এক সপ্তাহের ব্যবধানে শনিবার (২১ অক্টোবর) দুপুরে লন্ডনে দ্বিতীয় বারের মত এ বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভকারীদের র‌্যালি শুরু হয় সেন্ট্রাল লন্ডনের মারবেল আর্চ এলাকায়। এটি ট্রাফলগার স্কয়ার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে লাখো মানুষের ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সারা এলাকা। এ সময় তাদের হাতে ইসরাইলবিরোধী বিভিন্ন বক্তব্য লেখা সংবলিত প্লেকার্ড ও ফেস্টুন দেখা যায়।

বিক্ষোভকারীরা বলেন, ‘গাজায় যে নির্মম গণহত্যা চলছে, তাতে আমাদের সরকার ইসরাইলকে সমর্থন করছে। ইসরাইল আমাদের প্রতিনিধিত্ব করে না। আমরা চাই, ফিলিস্তিন মুক্ত হোক।’

বিক্ষোভ সমাবেশ চলাকালে নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়।