মঙ্গলবার, ১৪ মে ২০২৪

শিরোনাম

ফুডপ্যান্ডার কর্মীরা পাবেন মেটলাইফের বীমা সুবিধা

সোমবার, এপ্রিল ১৭, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: কর্মীদের বীমা সুবিধা প্রদানে মেটলাইফকে বেছে নিয়েছে শীর্ষ স্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা, মৃত্যু ও জরুরি চিকিৎসার ক্ষেত্রে বীমা সুরক্ষার আওতায় থাকবেন।

এ উপলক্ষে, সম্প্রতি, ফুডপ্যান্ডা ও মেটলাইফ বাংলাদেশের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইনে দাবি-নিষ্পত্তির সেবা, দ্রুত বীমা দাবি প্রদান করা ও আর্থিক সক্ষমতার কারণে ফুডপ্যান্ডা কর্মীদের জন্য মেটলাইফকে বীমা প্রদানকারী হিসেবে নির্বাচিত করেছে।

এ ব্যাপারে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব হিউম্যান রিসোর্সেস এইচএম সাইফ বলেন, ‘আমরা বিশ্বাস করি, কর্মীরা সুরক্ষিত বোধ করলে ও প্রয়োজনে আর্থিক সহায়তা পেলে তাদের পক্ষে প্রতিষ্ঠানকে সর্বোত্তম সেবা দেয়া সম্ভব হয়। আমরা দেশের অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি সেবার পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। এ সময় আমাদের কর্মীদের জন্য এ নতুন সুবিধা দিতে পেরে আনন্দিত। আমাদের প্রত্যাশা, এ সুরক্ষার মাধ্যমে আমাদের কর্মীরা আত্মবিশ্বাসের সাথে জীবনের অনিশ্চয়তাগুলি কাটিয়ে আমাদের গ্রাহকদের জন্য নিবেদিতভাবে কাজ করে যেতে পারবেন।’

মেটলাইফ বাংলাদেশের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ বলেন, ‘আটশটিরও বেশি কর্পোরেট ও স্টার্টআপের কর্মীদের বীমা সেবা দিয়ে যাচ্ছে মেটলাইফ। আমরা ফুডপান্ডার কর্মচারীদের চাহিদা মেটাতে উপযুক্ত বীমা সেবা প্রদানে আমাদের বিস্তৃত অভিজ্ঞতা ব্যবহার করতে পেরে আনন্দিত।’