বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

ফেনীতে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩

প্রিন্ট করুন

ফেনী: জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফেনী জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার শাহাদাৎ হোসাইন। দিবসের এবারের প্রতিপাদ্য ‘ক্লোজ দ্য কেয়ার গ্যাপ’। বাংলায় এর প্রতিপাদ্য করা হয়েছে ‘ক্যান্সার চিকিৎসায় ঘাটতি কমাই।’

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠা চেয়ারম্যান ডাক্তার মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল থ্রি টিভির ব্যবস্থাপনা পরিচালক মামুন সিকদার, সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী, সোসাইটির কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ডাক্তার আলি আশরাফ, নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব ডাক্তার আনোয়ার হোসাইন।

জেলার সদস্য ডাক্তার আব্দুল মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডাক্তার মোতাহের হোসাইন, রফিকুল ইসলাম ভূঞা, আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বলেন, ‘আজকের এ দিনটি ক্যান্সার দিবস। ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ও কীভাবে এ অবস্থার সাথে বাঁচতে হয়, সে সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালিত হয়। সুস্বাস্থ্য আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। সুষম খাদ্যভাস স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। তবে, নিদিষ্ট কিছু খাবার নিয়মিত অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।’

তিনি আরো বলেন, ‘নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়ে এবং সে ক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যান্সার ছড়িয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে। যেসব কারণে ক্যান্সার হয় তার ঝুঁকিগুলোর মধ্যে- ধূমপান, পান-জর্দা-তামাকপাতা খাওয়া, সবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার কম খাওয়া, শারীরিক ব্যায়াম না করা, শারীরিক স্থূলতা বা বেশি ওজন, আলট্রাভায়োলেট রশ্মি, এক্স-রে রেডিয়েশন, কিছু রাসায়নিক পদার্থ, কিছু ভাইরাস বা অন্যান্য জীবাণু অন্যতম।