সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

ফেনী জেলা সমিতি ইউএসএর নেতৃত্বে রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর

শনিবার, মে ১৮, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ‘ফেনী জেলা সমিতি ইনক ইউএসএ’-এর সাধারণ সভা রোববার (১২ মে) নিউইয়র্ক সিটির ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ের বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রথম ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় রফিকুল ইসলাম পাটোয়ারি সভাপতি ও মিজানুর রহমান মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সমিতির বিদায়ী সভাপতি আব্দুর রব চৌধুরীর সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় দুই পর্বের সাধারণ সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ফেনী জেলা সমতির ইউএসএর সাবেক সভাপতি জসীম ভুইয়া, বিদায় সিনিয়র সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা চৌধুরী।

সভায় বক্তৃতা দেন ব্যবসায়ী নূরুল আফছার সেন্টু, সাংবাদিক শহীদ উল্যাহ কাইছার, শামীম মাহমুদ, জাহাঙ্গীর আলম।

সভায় বক্তারা বলেন, ‘ফেনী জেলা সমিতি ইউএসএ প্রবাসে ও দেশে কোন উল্লেখযোগ্য কাজ করতে পারেনি। তবে, নয়া কমিটির পক্ষে এটা সম্ভব।’

বক্তারা দেশে ও প্রবাসে সেবামূলক কাজ করার জন্য নয়া কমিটির প্রতি আহ্বান জানান। সেই সাথে তারা আরো বলেন, ‘বর্তমানে নিউইয়র্কে ফেনীর বহু মানুষ রয়েছেন। তাদের সংগঠিত করে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

আব্দুর চৌধুরী বলেন, ‘আমরা নয়া নেতৃত্বে বিশ্বাসী।’

তিনি তার সময়কালে যারা কমিটিকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নাসির উদ্দিন সংগঠনের অতীত কর্মকাণ্ড তুলে ধরেন।

সভায় আব্দুর রব চৌধুরী আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। সেই সাথে পাঁচজন বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। যার মধ্যে ছিলেন আব্দুর রব চৌধুরী, ফখরুল আলম, জসীম ভুইয়া, নূরুল আফসার সেন্টু ও গোলাম মাওলা চৌধুরী। বৈঠক শেষে জসীম ভূইয়া সভাপতি হিসাবে রফিকুল ইসলাম পাটোয়ারির নাম ঘোষণা করেন। সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান মানিকের নাম ঘোষণা করেন নূরুল আফসার সেন্টু।

নয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

নতুন নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এবার আমরা এক হাজার লোকের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠান করব। সেই সাথে বড় আকারে বনভোজন করব।’

সবার সহযোগিতা পেলে এবার বৃহত্তর নোয়াখালী সোসাইটির কবরের প্রজেক্ট থেকে ১০০ কবর কেনার কথা ঘোষণা করেন তিনি।

নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক তাকে নির্বাচিত করায় ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা যে বিশ্বাসে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের সেই বিশ্বাস রক্ষা করব ও ফেনী জেলা সমিতিকে আদর্শ সংগঠনে পরিণত করব।’