রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ফোবানার সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান সালুর স্মরণ সভা ও দোয়া মাহফিল

শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ফোবানার সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালুর স্মরণ সভা ও দোয়া মাহফিল গের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মোনাজাত করেন উডসাইডের আহলে বায়েত জামে মসজিদের ইমাম ও খতিব সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা কাউসার আহমেদ।

ফোবানা স্টিয়ারিং কমিটির আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটির জ্যাকসন হাইটস্থ শেফ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খন্দকার মাসুদুর রহমান।

মরহুম আতিকুর রহমান সালুর কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান, নুরুল হক, আজকাল পত্রিকার প্রধান সম্পাদক মনজুর আহমদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, সাংবাদিক মইনুদ্দিন নাসের, খন্দকার ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, ফারুক চৌধুরী, কাজি ওয়াহিদ এলিন, সাংবাদিক তাসের খান মাহমুদ, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, হক কথার সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, সাংবাদিক ইমরান আনসারী, আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, তোফায়েল আহমেদ চৌধুরী, সাদেক খান, মাহমুদ চৌধুরী, আলমগীর খান আলম, আকবর হায়দার কিরন, কিউ জামান, নেহার সিদ্দিকী, মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর হোসেন, তইমুর জাকারিয়া রুমি।

সভায় বক্তারা বলেন, ‘বিপ্লবের দীক্ষায় গড়ে উঠা আতিকুর রহমান সালু কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নি। তার সারা জীবনের দিক নির্দেশনা ছিল মজলুম জননেতা মাওলানা ভাষানীর জীবন দর্শন। বাংলাদেশে আতিকুর রহমান সালুর মত ত্যাগী ও আদর্শের কর্মীর আজ বড়ই অভাব।’

বক্তারা বলেন, ‘বাংলাদেশের পরিবেশ আন্দোলন জোরদার, পানির ন্যায্য হিস্যা আদায় ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে সব সময় সোচ্চার ছিলেন মরহুম আতিকুর রহমান সালু।’

এই কাজগুলো করতে পারলেই পরপারে তার আত্মা শান্তি পাবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

তারা আরো বলেন, ‘আতিকুর রহমান সালু তার কাজের মাধ্যমেই আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন।’