নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশনস ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) তাদের ৩৯তম সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত করেছে। আগামী ২৯, ৩০ ও ৩১ অগাস্ট কানাডার মন্ট্রিয়লের ডাউনটাউনের একটি হোটেলের বলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) নিউইয়র্কে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান আতিক সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ফোবানার ৩৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও প্রবাসে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির সমৃদ্ধ চিত্র তুলে ধরা হবে।
বর্তমানে চারটি খণ্ডে বিভক্ত ফোবানার ঐক্য পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের উত্তরে চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘আমরা সব সময় ঐক্যের পক্ষে। যে কোনো ত্যাগ স্বীকার করেও আমরা ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। সবাই একমত যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’
ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন, ‘সমগ্র উত্তর আমেরিকায় আমাদের প্রজন্মের সাফল্য আমাদের গর্বিত করে। তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে হবে এবং বাংলা সংস্কৃতি চর্চা ও সংরক্ষণে উৎসাহিত করতে হবে।’
এবারের আয়োজক সংগঠন ‘কানাডা-বাংলাদেশ সলিডারিটি’-এর সভাপতি ও ফোবানা সম্মেলনের আহ্বায়ক জিয়াউল হক জিয়া এবং সদস্য-সচিব ইকবাল কবির সম্মেলনের বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা করেন।
প্রথম দিন থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও গালা সন্ধ্যা। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে- ব্যবসায় উন্নয়ন সেমিনার, নারী ক্ষমতায়ন সেমিনার, অভিবাসন ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশ সংক্রান্ত আলোচনা, তরুণদের জন্য বিশেষ সেমিনার ও কাব্য জলসা।
এছাড়া, বাংলাদেশ ও উত্তর আমেরিকার শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, গান, আবৃত্তি ও গীতিআলেখ্যসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সম্মেলনের শেষ দিন ফোবানার নির্বাহী কমিটির সভা, নতুন কমিটি নির্বাচন এবং ৪০তম ফোবানার আয়োজক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকবে।
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে আরও অংশ নেন ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি আমিনুল ইসলাম কলিন্স, আব্দুল কাদের চৌধুরী শাহীন, আয়োজক কমিটির কোষাধ্যক্ষ বজলুর রশীদ ব্যাপারি ও উপদেষ্টা কামাল চৌধুরী।