শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ফ্রি ইংলিশ ও কম্পিউটার কোর্স, মেন্টাল হেল্থ সেবা দেবে ফাউন্ডেশন ফর বেটার ওয়াল্র্ড

মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম বারের মত বাংলাদেশীদের পক্ষ থেকে ফ্রি কম্পিউটার কোর্স, ইংলিশ ভাষা কোর্স, মেন্টাল হেল্থ ওয়ার্কশপ সেবা দেবে ফাউন্ডেশন ফর বেটার ওয়াল্র্ড।

শনিবার (৪ নভেম্বর) জ্যাকসন হাইটস্থ একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার আব্দুস ছোবহান বলেন, ‘বাংলাদেশ থেকে ফ্যামেলি ভিসায় বাবা, মা ও আত্মীয়-স্বজন মধ্য বয়সী যারা যুক্তরাষ্ট্রে আসেন, তাদের কম্পিউটার ও ইংলিশ ভাষায় দক্ষতা না থাকার কারণে শারিরীক পরিশ্রম ছাড়া অন্য অফিসিয়াল জব বা সিটি জব পান না। ফাউন্ডেশনের এই কার্যক্রমের মাধ্যমে আমাদের বাংলাদেশী কমিউনিটি তথা এশিয়ান কমিউনিটি দক্ষতা বৃদ্ধি করে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরো বলেন, ‘মেন্টার হেল্থ সব মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমাদের সমাজে পারিবারিক সমস্যা এখন ব্যাপক আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ডমেস্টিক ভায়োলেশন হচ্ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে। মেন্টাল হেল্থ ওয়ার্কসপের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। নিউইয়র্ক হেল্থ ডিপার্টমেন্ট আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে ওয়ার্কশপ করিয়ে সাটিফিকেট দেবে।’

ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট প্রিসিলা ফাতেমা বলেন, ‘কমিউনিটিতে এমন উদ্যোগ খুব জরুরি ছিল। সবাইকে বলব, যাদের দরকার তারা যেন এই সুযোগটি নেন। যেহেতু এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, এটি যাতে সফলতার সাথে পরিচালিত হতে পারে, তার জন্য আপনাদের সবার সামর্থ্য অনুযায়ী সাহায্যের প্রয়োজন। প্রতিষ্ঠানটির কয়েকটি কম্পিউটার প্রয়োজন। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে কিনে সহায়তা করতে পারেন।’

ফাউন্ডেশনের এডভাইজার আবদুর রহিম হাওলাদার বলেন, ‘এই উদ্যোগ অত্যন্ত সাহসী পদক্ষেপ বলে আমি মনে করি। আমার পক্ষ থেকে সব প্রকার সহায়তা থাকবে।’

সংবাদ সম্মেলনে নিউইয়র্ক হেল্থ ডিপার্টমেন্ট থেকে প্রজেক্ট ডাইক্টের ক্রিকলিন এবং মেথিও মিত্রা মেন্টাল হেলথের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশন ফর বেটার ওয়াল্র্ডের সাধারণ সম্পাদক সোমাইয়া তাব্বাজুম, স্মার্ট টেক আইটি সলিউশনের ডাইরেক্টর সাইদুর রহমান, রুহুল আমিন, গ্রীণ টার্চের ডাইরেক্টর ভিক্টর ইলাহী, সমাজ সেবক মাহাবুবুর রহমান, মাইকেল থমাস ডি রাফেল, হোসেন বাদল ও রেজা রশিদ উপস্থিত ছিলেন।