অরল্যান্ডো, ফ্লোরিডা: ফের বন্দুক হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এবার দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোয় বন্দুকধারীর আচমকা গুলিতে সাংবাদিক ও শিশুসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। খবর সিএনএনের।
পুলিশ জানায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে, ফ্লোরিডার অরল্যান্ডো শহরের হিয়ালিয়া স্ট্রিট এলাকায় হঠাৎই এক নারীকে লক্ষ্য করে আচমকা গুলি ছোড়ে এক অস্ত্রধারী। এতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নারীর। পরে, গণ মাধ্যমকর্মীরা ওই ঘটনার খবর সংগ্রহে গেলে, তাদের ওপরও গুলি চালান ওই হামলাকারী। এতে গুলিবিদ্ধ হন পাশে থাকা আরো এক নারী ও তার শিশু। ঘটনাস্থলেই ওই নারী ও এক সাংবাদিকের মৃত্যু হলে, বন্দুকধারীকে ধরতে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে গ্রেফতার হন ঘাতক বন্দুকধারী।
হামলাকারী ১৯ বছর বয়সী কিথ মেলভিন মোসেস বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়। তবে, ঠিক কী কারণে তিনি এ হত্যাকাণ্ড চালিয়েছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।