রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ফ্লোরিডায় বাংলাদেশী-আমেরিকান হিন্দুদের প্রতিবাদ সমাবেশ

শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

প্রিন্ট করুন

ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: ফ্লোরিডার পাম বিচে যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের কাছে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশী-আমেরিকান হিন্দুরা। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রশ্রয়ে বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিরোধী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

হিন্দু বাঙালি সোসাইটি অফ ফ্লোরিডা ইউএসএ কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশী হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র ও ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএসহ বেশ কয়েকটি বাংলাদেশী-আমেরিকান ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত সমাবেশে শতাধিক মানুষ অংশ নেন।

হিন্দু বাঙালি সোসাইটি অফ ফ্লোরিডার সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক লিটন মজুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক ডিষ্ট্রিক্ট লিডার দিলীপ নাথ, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী, মেম্বার সেক্রেটারি বিদ্যুৎ সরকার, সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভবতোষ মিত্র, হিন্দু অ্যাকশন নেটওয়ার্কের পরিচালক শিবু চৌধুরী, সংগঠনের প্রাক্তন সভাপতি সাধন সরকার ও সদস্য রতন মজুমদার, ইউনাইটেড হিন্দু কাউন্সিল অফ ইউএসএর পরিচালক পীযূষ বর্ধন ও আটলান্টার হিন্দু অ্যাকশন নেটওয়ার্কের পরিচালক শিবু চৌধুরী ভূপাল ধর।

সমাবেশে বক্তারা সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে শূন্য-সহনশীলতা নীতি গ্রহণ করা এবং সংখ্যালঘু নির্যাতনকারীকে বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশের আগে ডোনাল্ড ট্রাম্প বরাবর স্মারকলিপি দেয়া হয়, যার মাধ্যমে তাকে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ও সংখ্যালঘু নাগরিকদের নির্মূলকরণ প্রক্রিয়া বন্ধ করেতে সাহায্য চেয়ে অনুরোধ জানানো হয়। স্মারকলিপির অনুলিপি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বরাবরও দেয়া হয়েছে।