বুধবার, ২২ মে ২০২৪

শিরোনাম

ফ্লোরিডায় মদের বারে গোলাগুলি, মৃত্যু বন্দুকধারীসহ দুইজনের

রবিবার, এপ্রিল ৭, ২০২৪

প্রিন্ট করুন

ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মদের বারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীসহ অন্তত দুইজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

শনিবার (৬ এপ্রিল) সকালে ফ্লোরিডার ডোরাল এলাকায় মার্টিনি বার নামে একটি পানশালায় এ গোলাগুলির ঘটনা ঘটে। বারে দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি থেকে অনাকাঙিক্ষত ঘটনার সূত্রপাত। তর্কাতর্কির এক পর্যায়ে এক নিরাপত্তারক্ষী এতে হস্তক্ষেপ করলে একজন অস্ত্র বের করে গুলি ছোঁড়েন। এতে নিরাপত্তারক্ষী নিহত হন। গুলিবিদ্ধ হন পাশে দাঁড়িয়ে থাকা সাতজন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তার পায়ে গুলি লেগেছে।

পুলিশের ভাষ্য মতে, গোলাগুলির পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোরাল সিটি পুলিশ ও বন্দুকধারীকে ঘিরে ফেলে। এ সময় পুলিশের ওপরও গুলি ছোঁড়ে বন্দুকধারী। এতে ডোরাল পুলিশের একজন কর্মকর্তা আহত হন। পুলিশের গুলিতে নিহত হয় বন্দুকধারী।

পুলিশ আরো জানিয়েছে, গুলিবিদ্ধ সাতজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। বাকি পাঁচজনের অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।