ওয়েস্ট পামবীচ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। কর্মস্থল সেন্ট ম্যারি হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে রোববার (১১ জুন) সন্ধ্যা সাতটায় বাসায় ফেরার সময় দ্রুতগামি আরেকটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশি আমেরিকান খুশনূর আলম চাঁদনী (৩২)। ফ্লোরিডার ওয়েস্ট পামবীচ এলাকায় মহাসড়ক আই-৯৫ এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালকসহ পাঁচ যাত্রাসহ সবাই গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
বলে রাখা ভাল, খুশনূর আলম চাঁদনী হচ্ছেন উত্তর আমেরিকার জনপ্রিয় তবলা বাদক খুশবু আলমের একমাত্র কন্যা। চাঁদনী ছয় বছর ধরে সেন্ট ম্যারি হাসপাতালে রেজিস্টার্ড নার্স হিসেবে চাকরি করছিলেন। একমাত্র কন্যার মৃত্যুর খবর পেয়েই নিউইয়র্ক থেকে সস্ত্রীক ফ্লোরিডায় ছুটে গেছেন খুশবু আলম।
সেখান থেকে টেলিফোনে গণমাধ্যমকে তিনি বলেন, ‘রোববার (১১ জুন) সন্ধ্যা ছয়টার দিকেও টেক্সটে কথা হয়েছে মেয়ের সাথে। তার এক ঘণ্টা পরই আমাদের মায়া ত্যাগ করে চাঁদনী চলে গেছেন ঘাতকের গাড়ির ধাক্কায়। চাঁদনীর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (১৪ জুন) ওয়েস্ট পামবীচের একটি মসজিদে ও সেখানেই দাফনের প্রস্তুতি চলছে।’