নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর ৩৯তম মৃত্যু বার্ষিকী পালন করেছে বঙ্গবীর ওসমানী পরিষদ। এ উপলক্ষে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় জালালাবাদ ভবনে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মুক্তিযাদ্ধা আব্দুল জলিল। ওসমানী পরিষদের সংগঠক শেখ আখতার উল ইসলাম ও সৈয়দ ফজলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা ডাক্তার মাসুদুল হাসান, বাসদ নেতা শাহাব উদ্দিন, মুক্তিযাদ্ধা সুব্রত বিশ্বাস, লেখক ইশতিয়াক রুপু, জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শাহিন কামালি, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, সিলেট সদর থানা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ূন চৌধুরী, আওয়ামী লীগ নেতা দুরুদ মিয়া রনেল, কমিউনিটি নেতা হাসান আলী, আবুল খায়ের চৌধুরী, ইয়ামিন রশীদ, আব্দুল মালেক খান লায়েক, এমএ করিম।
সভায় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বঙ্গবীর আতাউল গনি ওসমানীর সাহসী অংশগ্রহণ ও সফল নেতৃত্বের স্মৃতি স্মরণ করে তার প্রতি সম্মান দেখান।
ওসমানীকে দেয়া বঙ্গবীর উপাধি বাংলাদেশের একজন রাজনৈতিক দলের সভাপতি অজানা কারণে ব্যবহার করছেন বলে সভায় বক্তারা অভিযোগ করেন। বক্তাদের দাবি, বঙ্গবীর উপাধির প্রকৃত দাবিদার বৃহত্তর সিলেট জেলার কৃতি সন্তান জেনারেল ওসমানীর একক প্রাপ্য।
আব্দুল জলিল জেনারেল ওসমানীর ন্যায়-নিষ্ঠা ও অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়ানোর কিছু স্মৃতির শিক্ষণীয় বর্ণনা দেন।
সভায় মরহুম জেনারেল ওসমানী ও শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া চেয়ে মোনাজাত করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকী।