শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বনভূমির দখল উচ্ছেদ কার্যক্রম জোরদারের নির্দেশ পরিবেশ মন্ত্রীর

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: বনভূমির দখলদারদের উচ্ছেদ কার্যক্রম জোরদারে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন।

সভায় মন্ত্রী বলেন, ‘দেশব্যাপী বনভূমির অবৈধ দখল উচ্ছেদে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে।’

সভায় ডুলাহাজারা ও গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণীদের যথাযথভাবে দেখাশোনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

শাহাব উদ্দিন আরো বলেন, ‘কোন প্রাণী অসুস্থ হলে বিশেষজ্ঞদের মাধ্যমে পরামর্শ নিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণ মাধ্যমে প্রচারণা জোরদার করতে হবে ও বায়ুদূষণ রোধে চলমান অভিযান অব্যাহত রাখতে হবে।’

সরকারের সব উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতেও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন পরিবেশ মন্ত্রী।

সভায় মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।