সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বরিশাল ও খুলনায় নির্বাচনে কারচুপি ও প্রার্থীদের উপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির

শনিবার, জুন ১৭, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভা মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সৈয়দ শওকত আলী, তোফায়েল চৌধুরী, জাতীয় পার্টির সদস্য আবদূন নূর, সহ সভাপতি এসএম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হাই কাইয়ুম, মো আকরামুজ্জামান, মহিলা সম্পাদিকা হাবিবা বেগম, মাহতাব উদ্দিন, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, যুব সংহতির সভাপতি আবদুল কাদির লিপু ও যুগ্ম সম্পাদক শক্তি দাশ গুপ্ত সভায় বক্তৃতা করেন।

সভায় বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বরিশাল ও খুলনায় ব্যাপক কারচুপি ও প্রার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের নির্বাচিত করে ঘুষ, দুর্নীতি, ব্যাংক লুট ও রাহাজানিসহ দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদ করারা আহ্বান জানানো হয়।

সভায় আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য কর্মসূচি নেয়া হয়। ওই দিন দিনব্যাপী মিলাদ ও দোয়া মহফিল, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সহযোগীতায় দিন ব্যাপী তবারক বিতরণসহ মোহাম্মদ এরশাদের জীবনী সম্বলিত স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয় ।

সভায় বক্তারা হুসেইন মোহাম্মদ এরশাদের উন্নয়নের রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।