বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

শিরোনাম

বাংলাদশী আমেরিকান এমটিএ নিউইয়র্ক সিটি ট্রানজিট কর্মীদের ফ্যামিলি নাইট

বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদশী আমেরিকান এমটিএ নিউইয়র্ক সিটি ট্রানজিট কর্মীদের ফ্যামিলি নাইট ২০২৫। শুক্রবার (১৬ মে) কুইন্সের রিগো পার্কের জয়া হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান দুইটা পর্বে সাজানো ছিল। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর সূচনা বক্তব্য দেন অনুষ্ঠানের অন্যতম সংগঠক স্টেশন এজেন্ট রোকশানা বেগম।

প্রথম পর্বটি সাজানো ছিলো সংগঠক ও অতিথিদের বক্তৃতা দিয়ে। এ পর্বে সঞ্চালক ছিলেন স্টেশন এজেন্ট সাইফুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সামাদ মিয়া জাকারিয়া, আজাদ তালুকদার, তাহমিদুল হক, সফওয়ান চৌধুরী, জুবায়ের আহমেদ, এনামুল হক জনি, খোকন পাল। এছাড়া বক্তব্য রাখেন সুপারভাইজার সায়েম মোন্তাকিম, জেনারেল সুপারিন্টেন্ডেন্ট এখলাসুর রহমান, তারেক আহমদ ও আহনাফ আলম। অতিথিদের মধ্যে বক্তব্য দেন টিডব্লিউইউ লোকাল১০০ প্রেসিডেন্ট জন চিয়ারেলো, স্টেশন ডিভিশন ভিপি রবার্ট কেলি, আরটিও ভিপি ট্রামেল থম্পসন।

বিশিষ্টজনদের মাঝে উপস্থিত ছিলেন আরটিও জেনারেল সুপারিন্টেন্ডেন্ট ফরহাদুল ইসলাম, সুপারিন্টেন্ডেন্ট মাহমুদা ফেরদৌস, অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট আলী হায়দার, স্টেশন জিএসএস মোহাম্মদ মনসুর।

অনুষ্ঠান স্পন্সরদের মধ্যে উপস্থিত ছিলেন সালেহ আহমেদ (সাল), আফফার বকশ, এটর্নী মইন চৌধুরী ও গ্রী মেকানিকেল কর্ণধার তোফায়েল লিটন চৌধুরী।

স্টেশন এজেন্ট প্রতিমা সুমির উপস্থাপনায় ও গোপাল দাসের পরিচালনায় গান করেন স্বপন অধিকারী, কাঞ্চন দাস, মসিয়ত উল্লাহ, অসীম চন্দ ও গোপাল দাস। স্টেশন এজেন্ট বিধান পালের কন্যা প্রিয়ন্তি পালের একক নৃত্য ছাড়াও শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা মুগ্ধতা ছড়ায়।

সাংস্কৃতিক পর্বের শেষটুকু মাতিয়ে রাখেন রাজীব ভট্টাচার্য ও কৃষ্ণা তিথি। বাহারী খাবারের আয়োজন আর জম্পেশ আড্ডার সাথে সুরের মূর্ছনায় গভীর রাত পর্যন্ত সবাই বুঁদ হয়ে থাকেন। উপস্থিত অনেকেই গানের তালে তালে সুর মিলিয়ে নেচে নেচে উপভোগ করেন।