ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন ও উন্নয়নের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার ব্যাপারে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর করেছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার।
শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারি সেক্রেটারি ব্রেন্ট আইজ্যাক নেইম্যান ও দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুসহ একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে।
রোববার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন। দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান তিনি। এ ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ২০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র।
সোমবারের (১৬ সেপ্টেম্বর) ব্রিফিংয়ে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর সম্পর্কে জানতে চান এক সাংবাদিক। তিনি বলেন, ‘ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশে তার বৈঠক নিয়ে আপনার কাছে কোন রিডআউট আছে? এ ছাড়া মুহাম্মদ ইউনূসের সাথে কীভাবে কাজ করা হবে এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের সাহায্য সহায়তার ঘোষণা রয়েছে, এর লক্ষ্য কী?’
উত্তরে মিলার বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, এ ব্যাপারে ডোনাল্ড লু অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন।’
মিলার আরো বলেন, ‘আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সহায়তায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আকারের একটি উন্নয়ন চুক্তি সই করেছি, যা সুশাসন, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের উজ্জ্বল এবং আরো সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আরো বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।’