রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্লিঙ্কেনকে যুক্তরাষ্ট্রের ২২ সিনেটর-কংগ্রেসম্যানের চিঠি

রবিবার, আগস্ট ৪, ২০২৪

প্রিন্ট করুন
এন্টনি ব্লিংকেন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি দিয়েছেন দেশটির ২২ জন সিনেটর ও কংগ্রেস সদস্য। বাংলাদেশে ‘গণতন্ত্র ও মানবাধিকারের অবনতিশীল অবস্থার’ প্রতি উদ্বেগ প্রকাশ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে দ্বিপক্ষীয় একটি চিঠি পাঠিয়েছেন তারা।

চিঠিতে তারা লিখেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের সহিংসতার নিন্দা জানাতে হবে এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মত গুরুত্বপূর্ণ নাগরিক স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাংলাদেশি জনগণের ওপর এসব নির্যাতনে জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে পদক্ষেপ নিতে হবে।

চিঠিতে বলা হয়েছে, ‘এ উদ্বেগজনক ও অব্যাহত প্রবণতা বিবেচনায় আমরা আশা করি, দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি গড়ে উঠতে যেসব গণতান্ত্রিক নীতিমালা কাজ করেছে, সেগুলো সমুন্নত রাখতে আপনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নেতৃত্ব দেবেন।’

‘এছাড়া, বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরো অবনতি রোধে যুক্তরাষ্ট্রকে অবশ্যই মানবাধিকার সমুন্নত রাখা ও ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করে- এমন একটি প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকার গঠনে বাংলাদেশের জনগণের অধিকারকে সমর্থন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একাত্মতা পোষণ করতে হবে।’