শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশের বাজারে আসছে রিয়েলমির গেম-চেঞ্জার ডিভাইস

রবিবার, জুলাই ১৬, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: রিয়েলমি সব সময় ব্যবহারকারীদের জন্য অনবদ্য কিছু আনতে সচেষ্ট থাকে। এর ধারাবাহিকতায় রিয়েলমি এর চ্যাম্পিয়ন সি-সিরিজ থেকে দেশের বাজারে আনছে নতুন ডিভাইস। নতুন এ ফোন এন্ট্রি-লেভেল সেগমেন্টে নতুন স্ট্যান্ডার্ড সেট করবে। কারণ, এ ডিভাইসে থাকছে দ্রুত চার্জিং, বিশাল স্টোরেজ এবং খুবই স্লিম বডি ও ডিজাইনের সমন্বয়ে তিনটি সেগমেন্ট সেরা ফিচার।

দুর্দান্ত ব্যাটারি পারফরম্যান্সের জন্য এ ফোনে থাকতে পারে ৩৩ ওয়াট সুপারভুক চার্জসহ একটি বিশাল ব্যাটারি। এছাড়া, ডিভাইসে যেন অনায়াসে সব গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণ ও নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা উপভোগ করা যায়- এ জন্য থাকবে বিশাল স্টোরেজ সুবিধা। এ ফোনে চমৎকার ডিজাইনের পাশাপাশি খুবই স্লিম বডি থাকতে পারে।

এ স্মার্টফোনের ক্যামেরায় বিভিন্ন আপগ্রেড আনা হয়েছে। ফলে, খুব সহজেই তোলা যাবে মনোমুগ্ধকর সব ছবি। এ ফোনটি ব্যবহারকারীদের মাঝে সাড়া ফেলবে। কারণ, এ ডিভাইসে থাকতে পারে একটি শক্তিশালী প্রসেসর। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনসহ অন্যান্য দেশে এ ফোন লঞ্চ করার পরপরই গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যবহারকারীদের এমন উদ্দীপনা দেশের বাজারে সবার মধ্যে আগ্রহ বাড়িয়ে তুলেছে।

এত সব আকর্ষণীয় ফিচার সম্বলিত চ্যাম্পিয়ন সিরিজের নতুন এ ফোন নিঃসন্দেহে এন্ট্রি-লেভেল স্মার্টফোন বাজারে ঝড় তুলবে, সেট হবে স্মার্টফোন অভিজ্ঞতার নতুন স্ট্যান্ডার্ড।