বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে ভারত; অভিযোগ ফখরুলের

বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

প্রিন্ট করুন

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে, যা বড় বিপদের কারণ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়ার নিজ বাসভবনে সংবাদকর্মীদের সাথে মত নিবিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

এ সময় ফখরুল ইসলাম আরো বলেন, ‘ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে, যা বড় বিপদের কারণ। বাংলাদেশের এই অর্জনকে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি নষ্ট করার চেষ্টা করছে। এ জন্য দেশের মানুষকে সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, ‘উপদেষ্টা নিয়োগ করা প্রধান উপদেষ্টার বিষয়। তবে, আমরা বলব বিতর্কিত এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না। এ ব্যাপারে সতর্ক হতে হবে। বর্তমান সরকারকে সফল করা আমাদের দায়িত্ব। কারণ, এই আন্দোলনের আমরাও অংশীদার।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সব সংস্কারকাজ সম্পন্ন করতে পারে বর্তমান সরকার। দেশের এমন একটি বিপ্লবের পরে সব স্তর ভেঙে পড়েছিল।’

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

এর পূর্বে, ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের নতুন নির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল ৪ আগস্ট দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যাওয়া এ কার্যালয়।