বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়: জিএম কাদের

রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

জিএম কাদের সৌদি দূতাবাসে গেলে ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান তাকে স্বাগত জানান। এ সময় সৌজন্য সাক্ষাতে বন্ধু প্রতিম দুটি দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাতে জিএম কাদের বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানান। একইসাথে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতেও অনুরোধ করেছেন তিনি।

জিএম কাদের আরো বলেন, ‘বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়। আধুনিক বাংলাদেশের রূপকার ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেশ পরিচালনার সময় বাংলাদেশের সাথে সৌদি রাজ পরিবারের সম্পর্কের যে উন্নয়ন হয়েছে, তা এখনো অব্যাহত আছে।’

এ সময় সৌদি রাষ্ট্রদূত তাকে অভিনন্দন জানান।

জিএম মোহাম্মদ কাদেরের সাথে বেঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা।