ঢাকা: বাংলাদেশের আগামী নির্বাচন সামনে রেখে এ দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
রোববার (২১ মে) দূতাবাস ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্টে’র মাধ্যমে এ পরামর্শ দেয়। এতে বলা হয়েছে, ‘আগামী জানুয়ারি বা এর আগে এ দেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাড়তে পারে।’
এসব কর্মসূচি অনেক সময় সহিংস হয়ে ওঠে। তাই, এ ধরনের কর্মসূচি এড়িয়ে চলার ও বড় জনসমাগম থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে। সেই সাথে চারপাশ সম্পর্কে সজাগ থাকার ও স্থানীয় খবরাখবরে দৃষ্টি রাখার পরামর্শও দেয়া হয়েছে।
এ ছাড়া, জরুরি যোগাযোগের জন্য সাথে মোবাইল ফোন রাখারও পরামর্শ দেয়া হয়েছে।