নিউ জার্সি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে প্রতি বছরের মতো এবারও সব ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় ইফতার ও ডিনার।
রোববার (২৩ মার্চ) ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির হাফেজ রুহুল আমিন খান।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল। বক্তব্য দেন নিউ জার্সির এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, সাবেক স্টেট সিনেট প্রেসিডেন্ট স্টিভ সুইনি, সিটি কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইক সুলেমান, স্টিল পিয়ারের প্রেসিডেন্ট অ্যান্থনি কাটানোসো, ইমাম শেখ তৌফিক আজিজ, বিএএসির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, জিমি হোয়াইটহেড।
অনুষ্ঠান আয়োজনের আহ্বায়ক ছিলেন সৈয়দ শহীদ ও সদস্য সচিব ছিলেন রফিকুল ইসলাম।
সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেওয়ায় অনুষ্ঠান সম্প্রীতির সমাবেশে রূপ নেয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ইফতার মাহফিলে অংশগ্রহণ করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।