বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকার ভার্চুয়াল মত বিনিময় সভা অনুষ্ঠিত

শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

প্রিন্ট করুন

ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র: তারুণ্যের জয়গানে নতুনের আহ্বানে স্লোগানে গ্লোবাল ভার্চুয়াল মত বিনিময় করেছে প্রাক্তন নটরডেমিয়ানরা। ৩০ নভেম্বর সকালে এই ভার্চুয়াল মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকা। এতে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রাক্তন নটরডেমিয়ানরা অংশ নেন।

অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকার কোষাধ্যক্ষ ইফতেখার আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্ট ইবরুল চৌধুরী। সঞ্চালনা করেন সভাপতি ম্যারিল্যাণ্ডের জন্স হপকিন্স মেডিসিনের চিকিৎসক-গবেষক ডাক্তার মোহাম্মাদ নাকিবউদ্দীন।

অনুষ্ঠানে শিষ দিয়ে দেশাত্ববোধক গান পরিবেশন করেন বাংলাদেশের প্রাক্তন কর কমিশনার বজলুল কবির ভূইয়া, স্বরচিত কবিতা আবৃত্তি করেন ইঞ্জিনিয়ার আহসান হাবিব।

বক্তব্য দেন স্বাধীনতা যুদ্ধের সময়ের ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি ব্লকেটের নির্মাতা ইউসুফ চৌধুরী। তিনি অভিভাসীদের নিয়ে নির্মানাধীন ডকুমেন্টারীর খন্ডচিত্র প্রদর্শন করেন।

স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষক অধ্যাপক সুশান্ত সরকার।

দুই ঘন্টার বেশি সময় ধরে চলা অনুষ্ঠানের টেকনিক্যাল কমিটির দায়িত্বপালন করেন সংগঠনের কমিটির সদস্য কামরুল হাসান ও আনোয়ার আজিম। ধন্যবাদসূচক বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকার সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী।