মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বাংলাদেশ ল’ সোসাইটির সংবর্ধনা পেলেন এটর্নী মঈন চৌধুরী

বুধবার, জুন ২১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘প্রবাস বন্ধু’ উপাধীতে ভূষিত হওয়ায় এটর্নী মঈন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ল’ সোসাইটি। সোমবার (১২ জুন) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইজটি চাইনিজ রেষ্টুরেন্টের পার্টি হলে বাংলাদেশ ল সোসাইটির কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

এটর্নী মঈন চৌধুরী এক্সিডেন্ট কেইসেস, ম্যাডিক্যাল ম্যালপ্রেকটিস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশী আমেরিকান এটর্নী এট ল।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদ জুনেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা মঈন চৌধুরীর সামাজিক ও ধর্মীয় কাজের প্রসংশা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা অ্যাডভোকেট কাজী সামসুদ্দোহা, সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, সহ সভাপতি রুবিনা মান্নান, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক, প্রচার সম্পাদক জাহেদুল হক, সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আকমাম খান, কার্যকরী সদস্য অ্যাডভোকেট সনিয়া ইসলাম ও কার্যকরী সদস্য অ্যাডভোকেট আশিক খান।