শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বাংলাদেশ সোসাইটির নতুন ট্রাস্টিদের সাথে কার্যকরী পরিষদের পরিচিতি ও মত বিনিময় সভা

বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বাংলাদেশ সোসাইটির নতুন নির্বাচিত ট্রাস্টি বোর্ডের সাথে কার্যকরী পরিষদের পরিচিতি ও মত বিনিময় সভা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোসাইটির কার্যালয়ে রোববার (২ জুলাই) বিকালে এ সভা হয়। সংগঠনের সভাপতি মো. আব্দুর রব মিয়ার নেতৃত্বে কার্যকরী পরিষদের সদস্যরা নতুন নির্বাচিত বোর্ড অব ট্রাস্টির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় কার্যকরী পরিষদ সদস্যরা তাদের দেয়া বক্তব্যে সোসাইটিকে আরো গতিশীল ও কল্যাণমূলক কাজে নিয়োজিত করতে তাদের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন।

নতুন নির্বাচিত ট্রাস্টি বোর্ডের সদস্য মো. আক্তার হোসেন, মফিজুর রহমান, আজিমুর রহমান বোরহান, মো. এমদাদুল হক কামাল, আব্দুল হাসিম হাসনু, মোস্তফা কামাল পাশা বাবুল, মো. শাহজাহান সিরাজী, খোকন মোশারফ, মো. জহিরুল ইসলাম মোল্লা, মো. আতরাউল আলম সভায় উপস্থিত ছিলেন।

টাস্টি বোর্ডের সদস্যরা তাদের নির্বাচিত করে বাংলাদেশ সোসাইটির কল্যাণে তাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ দেয়ার জন্য কার্যকরী পরিষদের প্রতি ধন্যবাদ জানান।

তারা বলেন, ‘সোসাইটিকে আরো গণমুখী ও কল্যাণকর সংগঠনের পরিণত করতে যে কোন ধরনের সহযোগিতার জন্য তারা সব সময় প্রস্তুত আছেন।’