সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রুহুল-জাহিদ ও সেলিম-আলী প্যানেল

শুক্রবার, জুন ২৮, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে সর্ববৃহৎ সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে। এরমধ্যেই বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি নির্বাচন কমিশন গঠন করেছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হয়েছেন জামাল আহমেদ জনি। কমিশনের সদস্যরা হলেন মোহাম্মদ এ হাকিম মিয়া, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ এ মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রাহমান বাদল ও আহবাব চৌধুরী খোকন।

সোসাইটির সদস্য পদ নেয়অর শেষ সময় আগামী ৩০ জুন। বাংলাদেশ সোসাইটির কর্তারা এরমধ্যেই বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলিন ও ব্রঙ্কসে গিয়ে সদস্য পদ নবায়ন করছেন। সদস্য পদ গ্রহণের পাশাপাশি বাংলাদেশ সোসাইটির নির্বাচনী কার্যক্রমও শুরু হয়েছে।

এরমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা ভোটার টানার কাজ শুরু করেছে। সম্ভব্য প্রার্থীরা বাংলাদেশি অধ্যুষিত এলাকা ও নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ শুরু করেছে।

অন্য দিকে, সদস্য বানানোর পাশাপাশি নির্বাচনের প্রার্থীরা প্যানেল তৈরির কাজ করছে। বাংলাদেশ সোসাইটির ক্ষেত্রে সাধারণত দেখা যায় যিনি সভাপতি নির্বাচিত হন তিনি দুই টার্ম নির্বাচন করেন। কিন্তু, এবার ভিন্নতা দেখা যাচ্ছে। বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া দ্বিতীয় বার নির্বাচন করছেন না। তাকে অনুরোধও করা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত তিনি রাজি হননি।

এবার সভাপতি পদে নির্বাচন করছেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। তার প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। এ প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রায় চূড়ান্ত হলেও অন্য পদের প্রার্থীদের নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। ৩০ জুনের পূর্বেই এ প্যানেল চূড়ান্ত হবে বলে জানা গেছে। গেল ২ জুন রাতে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্য দিকে, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম সভাপতি পদে নির্বাচনের ঘোষণা আগেই দিয়েছিলেন। তিনি কাজও শুরু করেছেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। প্যানেলের সদস্যরা পুরো প্যানেল গঠনে কাজ শুরু করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ‘বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যকরি কমিটির কেউ কেউ দুইটা প্যানেলে থাকতে পারেন। এ ছাড়া, কমিটির অধিকাংশই রুহুল-জাহিদ প্যানেলে প্রার্থী হতে পারেন।’