ব্রঙ্কস, নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের গোল্ডেন প্যালেসের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম
আহমেদ।
সাধারণ সম্পাদক শেখ অলি আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নাজমুল ইসলাম রাসেল ও গীতা পাঠ করেন বিজয় কুমার সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি কাজী রবিউজ্জামান ও মোস্তাকুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আলম লাকি, সাংগঠনিক সম্পাদক
দীপংকর দেব সুমন, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, কোষাধ্যক্ষ হুমায়ন কবির সোহেল, আইন ও আন্তর্জাতিক সম্পাদক সুরজিত কিশোর দাশ, যুব ও ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাদস্যিক সম্পাদক নাজমুল ইসলাম রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক জুলি রহমান, সদস্য বিলাল ইসলাম, বিজয় কুমার সাহা, জহিরুল ইসলাম, মহিবুল হক, চৌধুরী মোহাম্মদ মুমিত।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২৭ জুন অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।