বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

শিরোনাম

বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার বৈশাখ উদযাপন

বুধবার, মে ৭, ২০২৫

প্রিন্ট করুন

ফ্লোরিডা: বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার আয়োজনে শনিবার (৩ মে) সেন্ট্রাল ফ্লোরিডার আপনা ইভেন্ট প্লাজায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ ‍লক্ষ্যে আপনা ইভেন্ট প্লাজায় ভেতর ও বাহিরে বৈশাখের সাজে সাজিয়ে তোলা হয়।

রংতুলি, আলপনা, দেশীয় বৈশাখের উপকরণ দিয়ে সাজিয়ে তুলেন চারুশিল্পী লিপি।

আপনা ইভেন্ট সেন্টারের বাহিরে ১৬ টি ভেন্ডারের উপস্থিতি বৈশাখের আয়োজনে বাড়তি আকর্ষণ ছিল। চারকল জাইকা রেস্টুরেন্টের স্টলে ছিল পান্তা ইলিশের আয়োজন।

১৫ ডলারে অনেকেই পান্তা ইলিশ কিনে খান। ছিল ৬টি রকমারি খাবারের দোকান ও নানা পণ্যের নয়টি স্টোর। বাংলাদেশ সোসাইটির বাচ্চাদের জন্য ফ্রী ফেস পেইন্টিং ও ফ্রি কারেক্টার বেলুনের আয়োজন ছিল।

বৈশাখের আয়োজনে ছিল বাচ্চাদের যেমন খুশি তেমন সাজ। নাচ, গান, কবিতায় জমে উঠে সোসাইটির বৈশাখের আয়োজন।

সোসাইটির রোমেল আহমদ, ইউনুস হোসেন, শাহিদুল ইসলাম সাহেদ, শহিদুল ইসলাম বাবু, রিফাত আহমদ, মইনুল হোসেন, সামসুদ তোহা, রকিবুল হাসান আলম, লিপি, তোফায়েল আহমদ, মনির উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

ইভেন্ট সেন্টারের ভেতর ও বাহিরের সব জয়গায় প্রবাসীরা ছিলেন বৈশাখের আমেজে। বৈশাখের স্টেজে অনেকে ছবি তুলায় ব্যস্ত সময় কাটান। সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানস্থ প্রদক্ষিণ করে।

শিল্পী রোকসানা মির্জা ও প্রেমা রহমান গান করেন।

খাবারের স্টলগুলোতে ছিল ফুচকা, চটপটি, নানা রকমারী পিঠা, ইলিশ, বিরিয়ানি কেনার উপচে পড়া ভীড়।

রাফলে ড্রতে ৬৫ ও ৫৫ ইঞ্চি টিভি লাভ করেন সানস ইউ শোভন ও সৈয়দ মিলু। তৃতীয় পুরস্কার সুটকেস সেট লাভ করেন সাজ্জাদ হোসেন।

রোমেল হোসেন বলেন, ‘আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। আগামী বছর আরও বড় আকারে আয়োজন হবে।’